বলছিলে, শত সুখে আমি ভাসি...
দেখলে তোমার মুখের হাসি!
মুখখানা হয় যদি মলিন;
কাটেনা ভালো আমার সেদিন।
স্বশরীরে বলতাম সে না বলা কথা:
আজ বুঝি তোমার প্রেমে ছিল যে, কত সততা।
বাড়ি ফিরতে দেরি হলে...
ভাসতে চোখের নোনাজলে!
বোধহয় আসব না আর ফিরে,
তোমার হৃদয়ও মন্দিরে।
তারাভরা আকাশে তলে প্রেমের গল্প হতো শেষ;
তা না হলে পাওনি তুমি একটু শান্তির লেশ।
বলতে, বুকে শুন পাতিয়া কান:
এ হৃস্পন্দন গাইছে শুধু তোমারই গান।
তুমি ছাড়া আমি অর্থহীন- মূল্যহীন;
কাটে না ভালো, কাটনো কোনোদিন।
আমার সুখ- সুখি আর ব্যাথায় হতে ব্যাথিত;
এতো কল্পকথার- গল্গ নয়,
ছায়াচ্ছবি নয়,
কোনো অভিনীত।
বরং বাস্তবিকই এই তুমিই সে তুমি;
আমার চেতনায় সতত ছিলে একটুকুও পর'নিকো নুমি।
হামাগুড়ি দিয়ে ভূঁইয়ের পরে শঙ্খচিলের মতন
আমারে; কাছে টানি করিছ স্বযনত।