ব্যথায় ভরা জীবন নিয়ে
সদাই থাকি দুখে,
সুখের দেখা পেলে একটু
হাসি ফুটতো মুখে!
দুঃখগুলো ক্ষান্ত হলে
চিন্তা যেতো ছাড়ি,
বিভোর হয়ে হতো না আর
সুখের কাড়াকাড়ি।
এক নিমিষে শান্ত হতো
সুপ্ত হৃদ খানা,
ভালোবাসার খুনসুটিতে
গাইতো শুধু গানা।
জগৎটাকে গড়তো সবে
স্বপ্ন নিয়ে চোখে,
সকল মেকি বিদায় দিয়ে
থাকতো ভালো লোকে।
এই জীবনে থাকতো হাজার
কৌতুহলী আশা,
মানুষগুলো পূর্ণ হতো
দিয়ে ভালোবাসা।
দুঃখ ফিরে আসে যখন
বুঝি সুখের মর্ম,
সেইসময়ে কেমন ছিলো
আমার জীবনকর্ম।
জরাজীর্ণ মনটা নিয়ে
সুখটা পাবো কবে,
এই পৃথিবী থাকবে ভালো
সুখে থাকলে সবে।