মাঝি চলছে নদীর বুকে
তারই পালটি উড়িয়ে,
ভাটিয়ালি গানের টানে
আমার প্রাণ জুড়িয়ে।
আকাশ রক্ত লালের সূর্য
মামা যাচ্ছে যে ডুবে,
মৃদু বাতাস দিয়ে দোলা
নেচে ওঠে খুব পুবে।
সন্ধ্যা আগে পাখি তারই
আপন নীড়ে ভিড়েছে ,
দিনের শেষে রাতের আগে
সবাই যেন ফিরেছে।
নদীর ঢেউয়ে নাচ দেখে
সুখতো লাগে মনেতে,
খেলব পাশা আজি আমি
সত্যি কারো সনেতে।
সন্ধ্যা ছায়া মিশে গেছে
আমার প্রাণের মাঝেও,
শ্যামল চিত্র দেশে আমার
স্বপ্ন জাগে সাঁঝেও।
স্বরবৃত্ত ছন্দে: ৪+৪+৪+৩