মাঝি চলে নৌকা নিয়ে
বুকে কত আশা;
দূরের গাঁয়ে তালগাছেতে
বাবুই পাখির বাসা।
পাখি উড়ে রঙ বেরঙের
কৃষক কাটে ধান;
বাউল কবি একতারাতে
গায় সুমধুর গান!
পাহাড়জুড়ে মেঘের ভেলা
গাছগাছালির সারি;
খড় কুটার'ই ছাউনি দিয়ে
বানিয়েছি বাড়ি!
স্বদেশকে তাই মায়ের মতো
কত ভালোবাসি;
লক্ষ প্রাণের বিনিময়ে
মুখে ফুটাই হাসি!