আয় রে, আয় রে, আয় ছুটে আয় রে
তোর মত বন্ধু, তোর মত শুত্রু, এ জগতে
আর কোথাও নাই রে
সুরে সুরে তরে আমি ডাকিয়া বেড়াই রে
যত দেখি তোরে ভরে না তো মন
তোকে আমি পাশে চাই সারাক্ষণ
আশা আমার মনে মনে বাঁধব সুখের ঘর
যদি না আমারে তুই করে দিস রে পর
তোরই মাঝে আমি সুখ খুঁজে পাই রে
না দেখিলে তোর মুখ
হারিয়ে যায় সব সুখ
দুঃখ সুখের মাঝে রে তুই ক্ষাণিক সুখের পরশ
তোর চেতনায় কেঁপে উঠে আমার মনের হরষ
তোরে আমার হৃদয়েতে চিরদিনি চাই রে