জন্ম আমার যেই দেশেতে,
সেথায় যেন মরি।
দেশ মাতারই সন্তান হয়ে
দেশের হালটি ধরি।
বাংলা মায়ের কোলে আহা
মরেও শান্তি পাব,
এমন মধুর প্রিয় দেশটি
রেখে কোথায় যে যাব।
চাষীর মুখে হাসি দেখে,
হৃদয় আকুল করে,
সুফলা ফসল যখন তুলে
নিতে পারে ঘরে।
কার্তিকেরই ধানের গন্ধ
আমায় ব্যাকুল লাগে,
আমার দেশে সকালে দিনের
সূর্য মামা জাগে।
গ্রীষ্ম বর্ষা শরৎকালে
মনে উঠে শত ঝড়।
ছয় ঋতুরই দেশে আমি
থাকব যে জীবন ভর।