তু‌মি কি কাউ‌কে নি‌য়ে স্বপ্ন দে‌খেছ?
হৃদ‌য়ে আপন ক‌রে পাবার ইচ্ছা পুষণ ক‌রেছ!
জা‌নি, তু‌মি এইসব‌ে এতটা তৎপর নও।
তবে কি করে হৃদ‌য়‌ের ব্যাথায় তা‌ড়িত হও?

আর আমি তোমাকে নি‌য়ে স্বপ্ন দে‌খে‌ছি;
আপন ক‌রে পাবার তীব্রতা প্রকাশ ক‌রে‌ছি!
তন্দ্রাহীন কা‌টি‌য়ে‌ছি কতশত নি‌শি‌দিন; ‌
নিরালা নির্জ‌নে তোমার তাড়ানায় মুখ ক‌রে‌ছি মল‌িন।

মন‌ে হত তু‌মি ছি‌লে স্বতন্ত্র সত্ত্বা মোর;
প্রা‌ণে- মন‌ে দে‌হের অঙ্গপ্রত্যাঙ্গ‌ে শৃঙ্খল‌ের ডোর।
মস্ত‌িষ্ক‌ের কো‌শে- অণুকো‌শে রক্তক্ষ‌ণিকায়;
তু‌মি ছি‌লে আমার হারা‌নো অহ‌মিকায়।

‌নিম‌জ্জিত সূর্যাস্ত‌েও তোমার চেতনায় ছিলাম অনর।
ভাবনা থে‌কে নেওয়া‌তে পা‌রেন‌ি কেউ অবসর।
মননশীলতায় ছিল এক সৌন্দর মনীষা;
তু‌মি চো‌খের আঁড়াল হ‌লে হারা‌তো সমস্ত দিশা।

সন্ন‌িহিত প্রান্তর‌ে তোমার মত আর নাই কেউ।
অ‌নিবার তাই হৃদয় দ‌রিয়ায় উথ‌লে উঠিত ঢেউ!
‌যেকার‌ণে মন‌ে হয়...
‌প্রেমান‌লে পু‌ড়ে হৃদয়!

আ‌মি নিন্দ‌িত অথবা নন্দ‌িত সে কব‌ি,
অ‌বিরাম চ‌লি গ্রাম্যপ‌থে দে‌খি তাঁর ছ‌বি!
এই পথ চলা শেষ হ‌বে সেই‌দিন।
য‌বে বলব‌ে মুখ ক‌রে ম‌লিন!
কে গো, কে তু‌মি?
একলা চলছ‌ো উদাও!
ত‌বে কি আমা‌রে আজও তু‌মি খুঁজ‌িয়া বেড়াও?