ওগো প্রেম তুমি এসেছিলে বটে:
জীবনের দুরূহ-দুঃসহ মহা সংকটে।
সেই সংকট আজ আর নাই,
যেকারণে তোমারে ফিরে পেতে চাই!
কখনো আসিবার ইচ্ছে যদি হয়,
তবে তুমি ফিরে আসিও এমন সময়!
ভোরের শিশির ভেজা বাংলার ঘাসে;
কিংবা তারাভরা কোনো এক রাতের আকাশে!
অথবা ভরদুপুরে চিল যবে বসে যায় নিরালা- নির্জনে;
সে ক্লান্তির সময় কেউ দেখা না, আমি দেখি উদাস মনে।
বা হিজল, জামের বনে থামে যখন রাত্রির শেষ ট্রেন:
সেথায় হবে তোমার তরে জীবনের পুরনো লেনদেন!
শেষবার কবে যেনো দেখা হল মনে নেই আজ;
সে দেখায় বুঝি তুমি পেয়েছিলে খুব লাজ!
কতদিন পর দেখা;
সেই পথে দুইজনে একা!
তবু- বলো'নিকো একটিও কথা;
মুখোমুখী বসে তাকিয়ে ছিলাম অজতা।
সময়ের সাথে সাথে তোমার আমার দুরত্ব বাড়ে।
চায়ের কাপে মুখ রেখে চেয়ে থাকি আকাশের নীল প্রান্তরে।
অজতায় সুর সাধি, বাঁধি মোর মানসীর বেণী,
অপলক চেয়ে থেকেও আমাকে যে চেনেনি!
হৃদয়ে বেদনার জোঁয়ার উথলে উঠে দ্রবী!
তবুও আমি তোমাদেরই উৎসবের সেই কবি।
দ্রোহের অনলে জ্বলে প্রেম, হৃদয় দরিয়ার পারে;
সবভাসি- সবভাসি একবার মেকী তারে।
অক্লেশে কাটে কি আজও তব দিন?
হবে হয়তো যদি শুধিতে পারো সে প্রেমের ঋণ।