বৃষ্টি এলো টিনের চালে
শ্রাবণ দিনের কোলে,
বৃষ্টি এলো তরুলতায়
মনানন্দে দোলে।

বৃষ্টি এলো বাগ বাগিচায়
শিউলি ফুলের গন্ধে,
বৃষ্টি এলো খোকার ছাতায়
দৃষ্টি ভেজা ছন্দে!

বৃষ্টি এলো নদীর বুকে
আসবে নাকি ঢল,
বৃষ্টি এলো খেলার মাঠে
কার চোখেতে জল?

বৃষ্টি এলো পাড়াগাঁয়ে
শীতল করতে মন,
বৃষ্টি এলো বাতায়নে
উচ্ছ্বাস সারাক্ষণ!
____________
লেখকের ঠিকানা:
বাউশাম, কলমাকান্দা, নেত্রকোনা