প্রেম তুমি অতীতের প্রাণ দানের মতন;
তোমাকে ঘিরেই সকল আয়োজন!
কেনো তবে সবের আগে চলে গেলে তুমি?
আমার হৃদয় করে শূন্য মরুভূমি।
আর কি হবে না দেখা তোমার সাথে?
পৃথিবীর প্রান্তরে অথবা জোছনা ভরারাতে!
ওগো নীলকন্ঠ পাখিনী শ্যামাঙ্গী উমা আমার:
তুমি ফিরে এসো, খুলিয়া রেখেছি হৃদয়েরদ্বার।
ওগো চপলা- চঞ্চলা মায়াবী হরিণী আমার:
বলি তবে শুন, বলি শুন একবার।
যতটুকু তুমি দিয়েছ, আমি তার কিছুই দিতে পারিনি;
তোমার কাছে চিরদিনই আমি ঋণী।
আজও কি তুমি হামিদের ছেলে শফি'র সাথে বল কথা?
জীবনের জয়পরাজয় আর কি বিরাট ব্যার্থতা!
আমি বলি, তার সাথে, তাহার সাথে।
যে আমারে নিয়ে হেঁটেছিল তারাভরা রাতে।
খের্জুর ছায়ে বিলায়ে দিত দিঘলকালো লম্বা চুল;
বিশ্বাসস্ত বন্ধুর মত সে রাঙা পারুল।
আজ কি তোমার মাতায় সেই চুল আছে?
যে ছবি আমার চোখে পড়িয়াছে।
প্রেম তুমি অতীতের প্রাণ দানের মতন;
তোমাকে ঘিরে সকল আয়োজন!
কেনো তবে সবের আগে চলে গেলে তুমি?
আমার হৃদয় করে শূন্য মরুভূমি।