দিকপাল হয়ে এই জীবনে
পথ দেখাবে সত্য;
অসচ্চ ও নির্ভেজালে
রইব না আর মত্ত!
নদীও তার পথ বদলায়
মানুষ পাল্টায় কত;
এক ইলাহে এনে বিশ্বাস
শিরটা করে নত।
অরণ্য পুড়ে হয় কভু ছাই
ছাইয়ে জাগে সবুজ;
শিশুর মুখে কথাফোটে
বৃদ্ধ হয় যে অবুঝ?
বৃষ্টির সাথে মাটির মিলন
ঝর্ণার সনে নদী;
ছুটে চলে সাগর টানে
কতো নিরবধি।
মৌমাছি যে বানায় বাসা
তীক্ষ্মবুদ্ধির ফলে;
কে দিলো এই জ্ঞানের দর্পণ
মুক্ত আকাশতলে!
অদ্বিতীয় সত্তা তিনি
কতো মেহেরবান;
তৃষ্ণা মিটায় মিষ্টি পানি
সবকিছু তাঁর দান।
আমাকে ঠিক কেবা চিনে
আমার মতো করে;
সততারই ভিত্তি নিয়ে
অন্তর যাবে ভরে!
___________
লেখকের ঠিকানা:
বাউশাম, কলমাকান্দা, নেত্রকোনা