সাঁঝের বেলায় সূর্য মাগো
পশ্চিমেতে ডুবে,
সকাল হলেই আবার দেখি
হেসে ওঠে পুবে।
দিনের সূর্যে আকাশ থেকে
কতই আলো আসে,
দোয়েল টিয়া ময়না নাচে
আমার বাড়ির পাশে।
মধ্যে বেলায় সূর্য মামা
পশ্চিমেতে হেলে,
ধরণীতলে সবাই যেন,
আপন তালে খেলে।
বিকেল হলেই দেখি আমি
মাঝি আসে ফিরে,
নৌকা নিয়ে নদীর থেকে
আমার গ্রামের ভিড়ে।
রাতের আকাশ দেখে আমার
শতই অবাক লাগে,
মিটিমিটি তারা গুলি
আবার বুঝি জাগে।
স্বরবৃত্ত ছন্দে: ৪+৪+৪+২