আজি বসন্ত নব পল্লবে দোলে শাঁখে
যৌবনে দৃপ্ত বাহু আঁকড়ে ধরে উষ্ণ
           বক্ষ।।
অনাগত শীতলতা চির বাস্তবতা
আমি প্রিয় করি ভবিষ্যৎ বন্দনা।।

হয়তো বা এমন একদা
       বিষন্নতায় জাগাবে
                       প্রশ্ন?
ঋতু চক্র জাগাবে না ছন্দ
পাখি গাইবে না
মুকুল ফুটিবে না
কাশে দুলিবে না
       দুর্বার সবুজ প্রান্তর,
বলবে না কথা কাব্য ছন্দে।।
রমলা প্রণয়িনী রাঙ্গা সূর্য কপালে
                       দেবে না ঠাঁই
ঝিলিক ছোবেনা সরু পথে।।
সন্ধ্যায় কুশল কামনায়
তুলসী মঞ্চে জ্বালাবে না দীপ কেউ,
শূন্য পথে বিচরণে বিচলিত হবে
                     হৃদয় প্রান্তর।।
শ্রান্ত অবসন্ন তনু। নগ্ন গগন
সাথী হবে বেদনা বিন্যাসে,
শুধু চিত্ত উতল অদর্শন বেদনায়
                           প্রিয়শ্রীর।।
নোনা জলে ভাসে দু আঁখি
                           দৃষ্টি অনড়
একাকীত্ব, একাকীত্ব তায় পূর্ণ।।

এমন একদা হয়তো বা দাঁড়াবে
দ্বার প্রান্তে, নিত্য সে রবে বলে
ভরসা পাই,
       একাকীত্বের বন্ধু সাঁজাই।।