হাঁটতে হাঁটতে স্বপ্নে প্রবেশ করে দেখি
সেখানে আলো নেই, ইলেকট্রিসিটি নেই
দোকানে গিয়ে দেখি মোমবাতির জন্য বড়ো লাইন, প্রচুর দাম
আমি স্বপ্ন দেখি কেমনে?
হাঁটতে হাঁটতে গিয়ে উঠি মহাসড়কে
দেখি বাসের হর্ণ নাই, লাইট নাই, সিট নাই
বাঁদর ঝুলে আছে মানুষ।
পরে স্বপ্নেই প্রবেশ করি ট্রেনে
ট্রেনে ভিতরেই দৌড়িয়ে দেখি সিট নাই
আহা! অনেকেই বলে, আল্লা-নবীর নাম, একটা টাকা ভি...
পরক্ষণেই পিছন থেকে কেউ একজন ডেকে বলে, বাছা তুমি অসুস্থ
তুমি স্বপ্ন দেখো না, ঘরে বসে থাকো
নইলে আত্মহত্যা করো।
আমি তখন থেকেই ভাবছি, ভয়ে ঘরেই আবদ্ধ থাকি
ঘুমাই না ঠিকঠাক, রাত জেগে তো নয়-ই
জেগেও স্বপ্ন দেখি না।
ভয়-স্বপ্ন