একটি পাতা স্বপ্ন অনেক
রেখেছিল আগলে ঐ গাছটাকে।
ফুলের নিচে,ডালের সংস্পর্শে
বহু বছর আপন নীড়ে।

পারেনি থাকতে আপন ভেবে।
চেয়েছিল রাখতে ইজ্জতটাকে
ঐ গাছটাকেই রক্ষা করতে।

জন্মেছিল পাতা এই না ভেবে
ঝরে যাবে একদিন এমনি করে।
অবশেষে পাতা ঝরে গিয়ে--
কাঁদিয়ে দিল পাতা ঐ গাছটাকেই।

তবুও কি পাতা স্বপ্ন দ্যাখবে?
বিরহ নিয়ে চলে যাবে---
ফুল-ফল, অন্যদের কাঁদিয়ে।
তবুও পাতা স্বপ্ন দ্যাখবে
যুগের পর যুগ জন্ম নিবে।


১৬ ফেব্রুয়ারি, ২০১৬; রাবি