অনেক দূরে কিছু লোক হাঁটে
মুক্ত হয়ে, অসীম সাহসে
... তারা আমায় ডাকে
আমি বলি, আমি তো জানালার এপারে
তোমাদের ছোঁব কী করে
তোমরা মুক্ত, আমি বিভক্ত।
তারা বলে, জানালা, ওহ সেটা তো কারাগার
কেমন স্বাদ জিজ্ঞাসা করে হাসে
বলি, জানালার এপার আর ওপার খুব কী তফাৎ?
উত্তর দেয় না, মুখ নড়ে না আবার হাঁটে, নিঃশ্বাস ছাড়ে
বলে আহ!