খোদা আমায় তুলে নাও এখনই
রক্ত আর চলে না, রাস্তায় ধুলোবালি
খালি মৃত্যু মৃত্যু বারুদ বারুদ গন্ধ
নাক ফসকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছি
আমায় তুলে নাও এখনই।
মাঝ রাস্তায় আটকে গেছি
আগায় না আর এ দেহ
সয়ে সয়ে বহুদূর আর কতদূর বল আমি
আর রাস্তা দিও না, রক্ত শুধু বরফ
খোদা আমায় তুলে নাও এখনই।
মাথাভর্তি চুল আমার তার ভিতরে হিংসা
হিংসায় জ্বলে যায় ক্ষমতার গদি
বিন্দু বিন্দু জলই পড়ে, রক্ত নয় আঁখির
রক্ত এ তো সাদা হ লো কেমনে জানি
নীরবতাই ইতিহাস, না বলাই ইতিহাস
রক্তজলই একদিন স্রোতে স্রোতে চলবে
খোদা আমায় তুলে নাও এখনই।