ডাস্টবিনের মনোরম খাবার, ডান্ডি তাদের জন্যই বরাদ্দ

মনোমুগ্ধকর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড তাদের পানীয়

গাছতলা লম্বা ইটওয়ালা, পাথরে ঢেকে থাকা লাল বিল্ডিংটা বিপ্লবের প্রতীক

ঠিক আপেল রঙের মতো একটা খাটাসে ভাব

ওই বিল্ডিংয়ের নিচে একটি আম গাছ তাদের ভরসা

এগুলোর সঙ্গে সমান্তরালে কিল-ঘুষি, লাথি-মশার কামড় তাদের জন্য বেশি

এতটুকু বরাদ্দ

সেই তারাই একটি কথা বললেই তেলের মধ্যে বেগুন জ্বলে উঠে

আসুন সুপ্রসিদ্ধ রাতের ডাস্টবিনে যাই

কুকুর এবং বিপ্লব সেখানেই, শুধু একটি বার একটি বার

বলুক, তুমি-তোমরা কেঁপে যাবে

বরাদ্দে বরাদ্দে তখন তোমার-তোমাদের আক্কেল হবে?

নাকি ফের কিল-ঘুষি লাথি হবে বরাদ্দ!