কুয়াশা আসা আসির আভাস
গত কয়েকদিনের টানা বর্ষণ, অক্টোবরেও
একটু শীত শীত ভাব
এমন সময় তো আগমনের গান
রিক্ততা বলে কিছুই থাকবার কথা না, রোদ, বৃষ্টি কিংবা শীত
যখন দূরে আরও দূরে একসাথে হয়ে হেঁটে বেড়াবার সময়
ঠিক তখনই গাছ-পাতার আড়ালে বিরহ
ছুটে আসা শীতে বাধা, বৃষ্টি থমকে দাঁড়ায়, রোদও কম হাসে
এমনও সময়ে এমনও ক্ষণে ভেঙে যায় পাঁজর
শরীর স্থির প্রকাশ্যে, মন দৌড়াবার ক্ষণে
কী করবার আছে, পদ্মায় পদ্ম ডাকে ফোটবার কালে
তা নিয়েই চাষবাস, স্বৈরাচারী মন, সব সময় কাঁদে
একসাথে দৌড়াবার, সময় পাল্টাবার কালেও।
মহনপুর, রাজশাহী, ৩ অক্টোবর ২০২৩