জাগ্রত আমাদের করেছিল একুশ
দিয়েছিল ভাষা মাতৃভাষা
ভুলবার নয় সে কথা।
কেড়ে নিতে চেয়েছিল ভাষা
আমাদের প্রাণের আশা।
প্রাণ দিয়েছিল তাই--
এক জাঁক তরুণ নেতা।
একুশ এসেছে ফিরে
আবারো আমাদের মাঝে
ভুলি নাই তাঁদের।
স্মরণ করি আজ তাঁদের
হৃদয় থেকে জানাই সম্মান।
একুশের অহংকার,ভাষা
সবার মধ্যে থাকা চাই।
আপন ভাষাকে করিব তাই যতন
কথা বলব মাতৃভাষা বাংলায়।
রাস্তা-ঘাট, বিল বোর্ডে
সবার মুখে মুখে,ভঙ্গিতে
থাকা চাই বাংলা মাতৃভাষা।
ভুলিব না অতীত,পেয়েছি যে ভাষা
সেই রক্তের ইতিহাস
করি স্মরণ তাঁদের
প্রতিটি বুলিতে বুলিতে সম্মান।
জাগ্রত করেছিল যে একুশ
চেতনায় থাকুক সবার সেই একুশ।