শত বছর আগের একটা চশমা কিনেছি
কিনেছি বলবো না, আগ্রহভরে খোঁজে পেয়েছি
আমি তাতে রাষ্ট্র দেখি, সমাজ দেখি, পরিবার দেখি, চেয়ার দেখি
আর একটু একটু করে মানুষও দেখি
আর প্রিয় তোমাকেও দেখি, খুঁজি।
এ চশমাকে রাষ্ট্র নেয় না, সমাজ নেয় না, পরিবার নেয় না, চেয়ার নেয় না
‘মানুষ’ও নেয় না, নেওয়ার অভ্যাস নেই তাদের
আর প্রিয় তুমি... ?
উপরের ওরা সবাই ‘বিপদজনক’ ভাবে আমায়...
আর তুমি প্রিয়? তাই কি ভাবো?
একটা বিপদজনক চশমা


৩ অক্টোবর, ২০১৮; রাজশাহী বিশ্ববিদ্যালয়