আলুর দোষ থাকলে কি আর আলুর দাম কমবে;
আঙুল বাঁকা না করলে কি বাটিতে ঘি জমবে!
ঘিয়ে ভাজা আলুর দমে স্বাদ বেড়েছে জিহ্বায়;
হাত দেবে কি শাকচুন্নী চুন আর পানের ডিব্বায়!
গায়ের জোরে যতোই ঠেলো, যতোই মারো ধাক্কা;
মরচে ধরা রেল লাইনে চলবে না আর চাক্কা।
সরষেদানায় ভুতের বাসা, কাজ হবে না ঝাড়লে;
ভুত পালাবে পিঠের উপর কঞ্চি দিয়ে মারলে।
রচনাকাল: ঢাকা, ২৩ অক্টোবর ২০২৩।