চোরে চোরে মাসতুতো ভাই;
ডাকাতে লুটে দুধেল গাই।
দুধ খেয়ে যায় সাপের রানী;
বাছুরে ফেলে চোখের পানি।

রচনাকাল: ঢাকা, ২০ নভেম্বর ২০২৪।