ভালোবাসার মতো মোহ আর মোহের মতো ভালোবাসা আর নেই;
মানুষের জীবনে সবচেয়ে বড়ো দ্বিধা আর দ্বন্দ্বের নামই প্রেম।
যার চোখ আছে সে প্রেমে পড়ে দৃষ্টি হারিয়ে ফেলে;
আর যে অন্ধ সে দিব্য দৃষ্টিতে দেখে।
প্রেমে পড়া মানুষের চেয়ে হিংস্র আর কোনো প্রাণী নেই;
অথচ ভালোবাসার কথা বলেই মানুষ শান্তির ফানুস উড়ায়।
অবুঝ শিশুটির মতোই মোহগ্রস্ত প্রেমে পড়া মানুষ;
সবচেয়ে নিঃসঙ্গও ওই মানুষটিই।
সবচেয়ে স্বার্থপর ওই প্রেমে পড়া মানুষ;
আর সবচেয়ে অসুখীও সেই।
রচনাকাল: ঢাকা, ৩০ এপ্রিল ২০২৩।