আমি আজ বড়ো একা, তোমার রয়েছে বিশ্বলোক;
আমার রয়েছে আঁধার, তোমার রয়েছে আলোক।
আমার চলা মেঠোপথে, তোমার রয়েছে ছায়াপথ;
আমার পথ চলা হেঁটে, তোমার রয়েছে স্বর্ণরথ।
আমার রয়েছে আঁখিজল, তোমার হাসির রেশ;
এ জীবনে তবু আমি ভালো আছি, আছি বেশ!
রচনাকাল: ঢাকা, ১১ অক্টোবর ২০১৯