'উদোর পিন্ডি বুধোর ঘাড়ে', বলে কি আর সাধে;
বকধার্মিক আটকে যখন বক শিকারির ফাঁদে।
বক মহাজন দেখতে সাদা, দিলটা সাদাও বটে;
তার অপমান মানবে কেনো ভক্ত অকপটে!
এক পায়ে ভর দিয়ে বাবা ধ্যানে মগ্ন জলে;
মৎস্যকন্যা কেনো যে তার সমুখ দিয়ে চলে!
ফাঁদ পেতেছে যে-ই শিকারি তাকেই এবার ধর্;
বক বাবাজীর সঙ্গে লাগিস্, মর্ হাদারাম, মর্।
রচনাকাল: ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২১।