সব ফুলেই মধু থাকে না;
সব ফুলই সুগন্ধি নয়।
অনেক ফুলে কাঁটা থাকে;
কোনো কোনো ফুল বিষাক্তও।

তবুও ফুল ফুলই;
সব ফুলই সুন্দর।
তোমার মতোই সুন্দর;
তুমি ফুলের মতোই।

রচনাকাল: ঢাকা, ০৩ নভেম্বর ২০২৪।