রানী,
আমাকে ভাবো না এখন, আমি জানি।
তবুও খুলে দেখা বিস্মৃতির ডালা;
ছবির মতোই সব স্মৃতি মেলে ডালপালা।

তুমি একদিন আমাকে ভেবেছিলে;
ডেকেছিলে
মিলনের অভিসারে
বারেবারে।
তোমার চিবুকে
চোখে-মুখে
তখন দেখেছি আমার ছায়া;
মায়া
আর ভালোবাসা
আশা
সবকিছু ছিলো তোমার চাহনীতে।
আচম্বিতে
এলো ঝড়;
তারপর
ধুলি আর
অন্ধকার
চারদিকে।
সবকিছু ফিকে
হয়ে এলো আমার দৃষ্টির সীমানায়;
হারিয়ে গেলে তুমি কোনো অজ্ঞাত ঠিকানায়।

তারপর হতে
পথে পথে
কাটে আমার দিনরাত;
কতো ঘাত প্রতিঘাত
এলো
আর গেলো
আমার জীবনে।
বছরের শেষ দিনে ফি-সনে
গভীর আবেগে
রাত জেগে
নতুন বছরের অপেক্ষায় থাকি;
আর মনে মনে তোমাকেই ডাকি।

রচনাকাল: ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৪।