তাপ কমানোর অফিসার এলো, উত্তাপ গেলো বেড়ে;
কাঁঠালের কোয়া খাচ্ছে মানুষ মিষ্টি কুমড়া ছেড়ে!
কঠিন গরমে গন্ডার ঘামে, দৌড়ে পুকুরে নামে;
কাঁঠালের আমসত্ত্ব খেয়েই জিরাফের জ্বর থামে।
ঠান্ডা ঠান্ডা! cool cool !! আহা, স্বপনের পরিবেশ;
ভুগোলে পড়েছি, বাংলা আমার নাতিশীতোষ্ণ দেশ।
লাগবে না এসি, লাগবে না ফ্যান, ফেনখাওয়া বাঙালির;
শীতের আমেজে সারাটি বছর খেয়ে যাবে পিঠা, ক্ষীর।
রচনাকাল: ঢাকা, ০৯ মে ২০২৩।