রূপবতী গুণবতী কলাবতী কন্যা;
জৈষ্ঠ্যের খরতাপে স্নিগ্ধা অনন্যা।
মায়াময়ী ছায়াময়ী রমনীয় রম্য;
বিজয়িনী উচ্ছল উদ্দাম অদম্য।

মরুময় তৃষ্ণায় সুশীতল তৃপ্তি;
চন্দ্রিমা রাত্রের মোহময়ী দীপ্তি।
ঝর্ণার ধারাপাতে নির্ঝর ছন্দ;
দক্ষিণা বাতাসের ঢেউ মৃদুমন্দ।

কাঞ্চনজঙ্ঘার জলের তরঙ্গ;
লবঙ্গলতিকার পুষ্প লবঙ্গ।
তটিনীর স্রোতধারা সমুদ্রসঙ্গম;
পাহাড়ের মতো দৃঢ় বর্ণিল দুর্গম।

আকাশের ধ্রুবতারা অপরূপ সৃষ্টি;
বর্ষায় ঝরে পড়া হিম হিম বৃষ্টি।
মায়ামৃগ কস্তুরী ঘ্রাণে ভরা নিশ্বাস;
যাপিত জীবনে সুখ ভালোবাসা বিশ্বাস।

রচনাকাল: ঢাকা, ৬ জুন ২০২৪।