তাদের প্রতি অভিসম্পাত,
যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে।
তাদের প্রতি অভিসম্পাত,
যারা মহাদুর্যোগে মানুষের জীবন নিয়ে খেলে।

তাদের প্রতি অভিসম্পাত,
যারা মহামারী নিয়েও লোভের ব্যবসা করে।
তাদের প্রতি অভিসম্পাত,
যারা মহামারী নিয়েও অপরাজনীতি করে।

তাদের প্রতি অভিসম্পাত,
যারা মানুষের দায়িত্ব নিয়েও পাশে থাকে না।
তাদের প্রতি অভিসম্পাত,
যারা হেসেখেলে মানুষের দুর্ভোগ ডেকে আনে।

রচনাকাল: ঢাকা, ১১ এপ্রিল ২০২১।