মদনা কবি চোদনা কবি সভাকবির পদে;
কাগজ ছেড়ে কলম ঘষে রাজার মসনদএ।
ঘিয়ে ভাজা লুচি খেতে পয়ার লেখাই পুঁজি;
বদহজমের ফলে কবির ডায়রিয়া হয় রোজই।

অত্যাচারী রাজার সুনাম ছন্দে লিখে চলে;
রাজ্যসভার উজিরনাজির 'শাবাস শাবাস' বলে।
সকাল বিকাল রাজার দুপা জিহ্বা দিয়ে চাটে;
রাজার গোমর ফাঁস করে না, মুখে কুলুপ আঁটে।

রাজার দেওয়া মেডেল কবির গলায় শোভা পায়;
আমজনতার দুঃখ-কথা লিখে না কবিতায়।
লাল মদিরায় গলা ভিজায় শায়ের লেখার টানে;
প্রজাসকল ঘিন্না ভরে তাকায় কবির পানে।

রচনাকাল: ঢাকা, ১১ জুলাই ২০২৪।