মধুপুরে মধুবন, মৌচাকে ঢিল;
মৌমাছি উড়ে যায়, ছোঁ-ও মারে চিল।
ফুলে ঘুরে মধু জড়ো করে মধুকর;
মধুলোভী লোকজনে বলে,'মর্ মর্'।

আগুনে পুড়িয়ে মারে সব মৌমাছি;
মৌচাক ছেড়ে মাছি বলে,'আগে বাঁচি'।
মৌলোভী দলে দলে দস্যুতা করে;
তাদের লোভের ফলে মৌমাছি মরে।

মৌচাক চিপে তারা মধু করে বার;
চুরির মতোই এই চোরা কারবার।
তবুও মানুষই বড়, বড়ো কথা বলে;
নিজের জন্য লোটে ছলে কৌশলে।

প্রকৃতিকে দাস ভেবে সব করে ভোগ;
'পাই নাই, খাই নাই', তবু অনুযোগ।
মানবের মাঝে আছে দানবের বাস;
কারো পৌষ মাস, কারো সর্বই নাশ।

রচনাকাল: ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৩।