সোনা মানিক কালা মানিক আন্ধা মানিক ফাল পারে;
চোর ডাকাতে দল বেঁধে সব ঘাটে ঘাটে ঝাল ঝাড়ে।
হাঁসমুরগীর খোঁয়াড় ঘিরে শিয়াল ডাকে, 'কেয়া হুয়া';
পিঠা খায় আর মিঠা কথায় বলে যা তা সবই ভুঁয়া।
সোনাদানা লুটেপুটে মাথায় তোলে সোনার তাজ;
মানুষ মারার কল বানিয়ে বিকল করে দেশ-সমাজ।
তাল দেওয়া সব হনুমান আর কুকুর-বিড়াল নাড়ায় লেজ;
সন্ধ্যাকালেও সূর্য মামার গাওগতরে বেজায় তেজ।
গায়ের জোরে সমাজপতি আমজনতার ভাত কাড়ে;
মরা গরুর ভাগাড়ে সব কাকতাড়ুয়া হাত নাড়ে।
রচনাকাল: ঢাকা, ০৩ অক্টোবর ২০২৩