ছবির উপরে ছবি রাখি;
মুখের উপরে মুখ।
বিবর্ণ বেতস;
কবেই হারিয়ে গেছে বসন্তের রঙ।

বরষা এমনও হয়;
মেঘ ফুঁড়ে বৃষ্টি ঝরে অবিরাম!
খালবিল একাকার;
গাঙপাড়ে শুধুই ভাঙন।

রচনাকাল: ঢাকা, ০৩ আগস্ট ২০২০