দিগন্তে আবির ছড়িয়ে কি হবে;
সন্ধ্যার পরেই অন্ধকারে ঢেকে যাবে সব!
সূর্যের তীর্যক আলো দুপুরেই শোভা পায়;
ম্রিয়মান বিকেলে তীব্রতা থাকে না আর।

রাতের অন্ধকারে পেঁচার চোখেই শুধু আলো;
আমি তো পেঁচা নই।
কবেই হারিয়ে গেছে চোখের জ্যোতি;
দিনদুপুরেই বুঝতে পারি না পাশ কাটিয়ে কে যায়!

মাঘ মাসের রাতে অনুভব করি শীতের তীব্রতা;
কেঁপে উঠি।
আগেও কেঁপেছে শরীর তোমার ছোঁয়ায়;
এখন শুধুই স্মৃতি।

রচনাকাল: ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২০