শরীরেরই জয়;
শরীরের টানেই আসো,
ভালোবাসায় নয়;
পদ্মফুল হয়ে হাসো,
জোয়ারের জলে ভাসো।

রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০২০

(তানকা সিরিজ-২)