'হুক্কা হুয়া' ডাকছে মামা, মুরগি খাবে বলে; খোয়ার খুঁজে নেবে ঠিকই রাত্রি নিঝুম হলে।

মালিক ঘুমে, জানা,
সুযোগ বুঝে হানা;
মুরগি ধরে শিয়াল মামা বুক ফুলিয়ে চলে।

রচনাকাল: ঢাকা, ২৩ মার্চ ২০২১