গর্ত থেকে আজ বের হলো এক সাপ;
ঘুচলো আমার মনের মস্ত মনস্তাপ।

সাপের মাথায় মণি, মুখে মধুর বিষ;
দংশনে দংশনে নীল করতো অহর্নিশ।

সোনার শরীর পুড়ে কাঠকয়লার খনি;
সাপের মাথায় বাড়ি, মরবে সে এক্ষণি।

রচনাকাল: ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২১