আয়নাঘরের ভয়ে থাকা ভীতুরা যায় বায়নাঘরে;
দল পাকিয়ে দল বেঁধে সব তেজী ঘোড়ার পিঠে চড়ে।
জাগরণের মাঞ্জা ভাঙার নেশায় এখন বুঁদ ওরা;
বন্ধ ঘরের বর্ণবিহীন অন্ধ পোকা, বর্ণচোরা।

দেশ-বিদেশের গর্তে ঢুকে নেংটি ইঁদুর ঝুম পাড়ে;
সুযোগ খুঁজে চামচিকারা দেশে সবার ঘুম কাড়ে।
চোরডাকাতের সঙ্গী সাথী সাধু বেশে ঘুরছে, ভাই;
বাতাস বুঝে পথচারীর চোখেমুখে উড়ায় ছাই।

আম-আটিতে মিলবে আবার, মুছবে পিঠের  লাঠির দাগ;
কলা খেতে আসবে বানর, করবে আবার পিঠা ভাগ।
'হুক্কা হুয়া' ডাকবে শিয়াল, চোর ছেঁচড়ে গাইবে গীত;
আবার ফিরে বলবে ইঁদুর, 'এক মাঘে তো যায় না শীত'।

ঘিয়ে ভাজা মাছ খাওয়া সব হুলো বিড়াল চারপাশে;
সুযোগ পেলেই ছিকার দই উল্টে দেবে এক শ্বাসে।
যুদ্ধে বিজয় পেতে হলে থাকতে হবে বক্ষে জেদ;
সাবধানে পথ চলতে হবে করতে হলে লক্ষ্য ভেদ।

রচনাকাল: ঢাকা, ২৭ আগস্ট ২০২৪।