জীবন আর মৃত্যুর যুগ সন্ধিক্ষণ;
দেখেছে মানুষ, তবে ফেরেনি তখন।
জানাতে পারেনি তার সেই অভিজ্ঞতা;
জনম জনম ধরে রয়েছে অজ্ঞতা।
মৃত্যুর মানে খুঁজে জ্ঞানীগুণীজনা;
মহামানবেরা করে বিবিধ বর্ণনা।
স্বপ্নের মতো যেনো মৃত্যু বিভীষিকা;
জীবনের কপালে মৃত্যু রাজ রাজটীকা।
স্বপ্নের ঘোরে হেসে-কেঁদে যায় মন;
যুগ যুগ দিন রাত যাপিত জীবন।
পৃথিবীর জন্য কিছু মানবিক কাজ;
ফেলে রাখা নয়, সব করে যাবো আজ।
তারপর ছুটি নেবো এ জীবন থেকে;
আসুক মৃত্যু হেসে, নিক্ কাছে ডেকে।
মৃত্যুর স্বাদ, হোক অম্ল-মধুর,
জীবনের কান্না-হাসি করে দেবে দূর।
রচনাকাল: ঢাকা, ১০ আগস্ট ২০২১।