পুতুলনাচের পুতুল আমি, নাচাও আড়াল থেকে;
আমজনতা তালিয়া বাজায়, আমার নাচন দেখে।

রচনাকাল: ঢাকা, ০৫ মার্চ ২০১৯।