বার্ধক্য এসেছে দেহে, মন তবু যুবতী রমনী খুঁজে;
বুড়ো নড়বড়ে দাঁত নিয়ে সিনার মাংস চায় ভোজে।
পুরুষ মানুষের জীবনের এই এক অনাচার, বিকৃতি;
জানে, সমাজ কখনো দেবে না এমন রুচির স্বীকৃতি।
তবুও সে প্রেমে পড়ে, লীলা করে যায় যুবতীর সাথে;
সুখ খুঁজে বিছানায় যুবতীকে নিয়ে উৎসবে, মাঝরাতে।
পুরুষের শরীরের হরমোনে কি এমন উপাদান আছে;
মৃত্যুকে থোড়াই কেয়ার তার, শুধুই বর্তমান নিয়ে বাঁচে!
পুরুষের বীর্য ছুটে নারীর জরায়ুর মাঝখান দিয়ে;
সেখানে ডিম্ব বসে থাকে মিলনের আকুলতা নিয়ে।
পুরুষমানুষ বহুগামী হয় প্রকৃতির অমোঘ বিধানে;
মানবিক বোধই শুধু পুরুষকে মানুষের পর্যায়ে আনে।
রচনাকাল: ঢাকা, ১০ এপ্রিল ২০২৩।