প্রতীক্ষার মৃত্যু হবে, আমি মরে যাবো;
তবুও আসবে না কাছে, আমি জানি।
তোমার হৃদয় জুড়ে থাকি সারাক্ষণ;
বুঝেও বুঝ' না, তুমি বড়ো অভিমানী।
আমার মতোন ভাগ্যহত এই পৃথিবীতে;
অনেকে এসেছে আগে, আসবেও পরে।
তীর ভাঙা ঢেউ নিয়ে বয়ে যাবে নদী;
কাশফুল জেগে রবে তবু বালুচরে।
সব ফুল ফুটে রবে বসন্তের কালে;
তবু হাহাকার রবে পাখির কূজনে।
জোছনা ছড়াবে রাতে পূর্ণিমার চাঁদ;
দূরে দূরে রয়ে যাবো তবুও দুজনে।
চাতক পাখির মতো তৃষ্ণার্ত ঠোঁটে;
পথ ভূলে পথে পথে ঘুরে অবশেষে।
তোমাকেই খুঁজে খুঁজে ক্লান্ত শ্রান্ত হয়ে;
একদিন চলে যাবো না-ফেরার দেশে।
রচনাকাল: ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৪।