কিলবিল করে পোকা নর্দমা-নালাতে;
খালে বিলে জঙ্গলে মাঠে গাছপালাতে।
বাড়িতেও পোকা থাকে লাইনের পানিতে;
ছারপোকা তেলাপোকা বিছানার কানিতে।
দামি দামি পোকা থাকে রেশমের গুঁটিতে;
শীতকালে পোকা পাবে মটরের শুঁটিতে।
পাকা আম পাকা কলা লিচু বরবটিতে;
বেগুনেও পোকা পাবে কাটো যদি বটিতে।
দাঁতে পোকা আতে পোকা, পোকা থাকে মাথাতে;
বইপোকা চোখ রাখে পোকাকাটা খাতাতে।
ঘুনেপোকা বাসা বাঁধে কাঠে খাটে মাচাতে;
উইপোকা খাবে সব, পারবে না বাঁচাতে।
রচনাকাল: ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৪।