শেষমেষ শেষ হলো বানরের পিঠা ভাগ;
কম পিঠা পেয়ে ফেউ দেখাচ্ছে চোখে রাগ।

বানরের পেট ভরা;
নাই তার নড়াচড়া;
বমিটমি হবে নাকি, ঘিনঘিন, চল্, ভাগ্।

রচনাকাল: ঢাকা, ০৯ জানুয়ারি ২০২৩।