'পাগলী' বলেই ডাকি তাকে, আসলে নয় পাগলী;
রূপ ঝলোমল্ আলো করা, নয়তো মোটেও আগলি।

বেশভুষাতে স্মার্ট মেয়ে সে;
চলে ফিরে হেসে হেসে;
আমি কিছু বলতে গেলেই বলে কেশে, 'ভাগলি।'

রচনাকাল: ঢাকা, ৪ এপ্রিল ২০২৩।