বর্ণচোরা ইঁদুর তুমি ধান কেটে নাও নিঝুম রাতে;
মাটির নীচে প্রাসাদ বানাও, ঘুমাও সুখে 'পিও'র সাথে।

চুরির ধানে গোলা ভর';
কৃষক ক্ষুধায় মরমর;
ধরতে তোমায় আসছে ওরা দাও, বটি আর শাবল হাতে।

রচনাকাল: ঢাকা,  ০৬ ফেব্রুয়ারী ২০২৫।