বহু দূরে চলে গেছো তুমি;
সাত সমুদ্র তেরো নদীর ওপারে নয়।
গ্রহ উপগ্রহ পেরিয়ে চলে গেছো মহাজাগতিক নক্ষত্রপুঞ্জে;
সেখানকার কেন্দ্রে বেঁধেছো ঘর।
সেখানে আমার যাওয়ার সুযোগ নেই;
আমি এই মাটির পৃথিবীতে একলা একাকী।
মৃত্যুর পরে সেখানে যেতে পারবো হয়তো;
তখন এখনকার অনুভূতি থাকবে কিনা জানি না।
এই পৃথিবী থেকে পাঠানো কতো সঙ্কেত মহাশুন্যে ভেসে বেড়ায়;
কোনো কোনোটি গন্তব্যেও পৌঁছায়।
আমার এই কথাগুলো যদি তোমার কাছে পৌঁছুতে পারে;
ফিরতি জবাব পাঠিও প্রিয়।
অধীর অপেক্ষায় থাকবো আমি;
সুকন্যা তোমার সংবাদের অপেক্ষায়।
দিনের শেষে রাত আর রাতের শেষে দিন;
অষ্টপ্রহর অপেক্ষায় থাকবো আমি।
রচনাকাল: ঢাকা, ০৭ এপ্রিল ২০২৫।