বরষে বরষে নতুন বরষে সাজে, বাঙালি সাজে।
আনন্দ ঘন আনন্দধ্বনি বাজে, বাংলায় বাজে।

এবার এসেছে ঝড়;
আপন করেছে পর।
নতুন বছরে আসুক শান্তি, আসুক ধরণীমাঝে।

রচনাকাল: ঢাকা, ৩০ চৈত্র ১৪২৬